চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্গাপূজা চলাকালীন প্রত্যেক মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা যেন সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।শনিবার (২৭ সেপ্টেম্বর) পূজা মণ্ডপসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। চট্টগ্রামের সবচেয়ে বড় পূজামণ্ডপ জে এম সেন হলে এ বছর ৫ লক্ষ টাকা এবং নগরীর আরও ২৬৯টি পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। পূজা শেষে প্রতিদিনের ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে, যাতে নালা-খালে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।মেয়রের ভাষায়, সেফ সিটির অর্থ শুধু নিরাপত্তা নয়; সব ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর...