ভারতের তামিলনাড়ুর অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু ঘিরে শুরু হয়েছে আলোচনা-বিতর্ক। জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমের দাবি, তামিলনারুর কারুরের ওই জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর এই ঘটনা ঘটে। এই সভায় প্রায় ১ লক্ষ মানুষ হাজির ছিলেন বলে মনে করা হচ্ছে।ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। শনিবার কারুরে একটি র্যালি ও জনসভার আয়োজন করেছিল তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে)। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি...