চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ায় আরেকজন কর্মকর্তাকে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শিরীন আখতারের একান্ত সহকারী (পিএস) সাহাবুদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমান।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, তদন্ত কমিটির রিপোর্টে দুজন সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন ও মুশিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিততিনি আরও বলেন, গোপনীয়তা রক্ষার্থে ব্যর্থ হওয়ায় আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে পদাবনতি (ডিমোশন) দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।বরখাস্ত হওয়া কর্মকর্তারা...