ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ থানায় বাদী হয়ে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশের’ ব্যক্তিসহ সাতজনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে মামলা করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যারা চুল কেটেছিল, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর। থানায় লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার বাদী শহিদ মিয়া আকন্দ বলেন, আমার বাবা কারো সঙ্গে কখনো অন্যায় করেনি। চুল-দাঁড়ি ছোট রাখবেন, নাকি বড় রাখবেন- এটা তার ব্যক্তিগত বিষয়। আমার বাবার সঙ্গে যা করা হয়েছে, তা অন্যায়। আমরা এর বিচার চাই। হালিম উদ্দিন...