জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে দুটি প্যাকেজ প্রস্তাব করবে। প্রথমত. সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণ এবং গণভোট আয়োজন; দ্বিতীয়ত. জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) দ্বারা সনদের সাংবিধানিক বিষয়গুলোর সমাধান। তবে, এই প্রক্রিয়ায় দূরত্ব কমানো সম্ভব হবে কি না, তা নিয়ে কমিশনের একাধিক সদস্যের মধ্যে সংশয় রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার রাতে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশনকে দুটি প্যাকেজ প্রস্তাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম প্যাকেজে রয়েছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের অভিমত গ্রহণ এবং গণভোট। বিকল্প হিসেবে প্রস্তাবিত হয়েছে সংবিধান সংস্কার সভা, যেখানে...