ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি সোনার বারসহ (দুই কেজি ৩৩১ গ্রাম) দুইজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা। বিজিবি জানায়, এসব সোনা ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসময় সোনা পাচারে জড়িত সন্দেহে একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের খোদ্দরায় গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও তার সহযোগী কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৫)। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে সোনাসহ তাদের আটক করা হয়। রাত সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের...