ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) রেজাউল করিম মল্লিক বলেছেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিঁউর মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম বলেন, মন্দিরের যে-কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে পূজা উদযাপন করবে।তিনি আরও বলেন, শিবচরের সন্তান হিসেবে ছোট বেলায় এই মন্দিরে বহুবার আমার আসা হয়েছে। এখানে অনেক বড় মেলা বসতো। বহু আনন্দদায়ক স্মৃতি রয়েছে। এছাড়াও তিনি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্নে পূজা পালনের ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের...