সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩২৩টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় থেকে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন। এছাড়াও দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে উপহার সামগ্রী পৌঁছে দেন।প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির...