বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন বলেছেন, যতদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মনোহরদী বাজার সংলগ্ন বাইপাস সড়কে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লে. কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন। তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী শাসন আমলে গণতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ সকল অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি।তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে বিএনপি। শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য...