এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পারিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। দিনভর অপেক্ষার পর শনিবার রাত ৯ টা ২ মিনিটে নাঈমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এদিকে নাঈমকে শেষ বিদায় জানাতে আসা শতশত মানুষ তাকে একনজর দেখতে লাশবাহী গাড়ির পাশে ভীর জমান। নাঈমের পরিবারের পক্ষ থেকে মরদেহটি স্থানীয় নারীদের দেখতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে স্থানীয়দের অনুরোধের মুখে সে সিদ্ধান্তে আর অটল থাকতে পারেননি। নাঈমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পরেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। পরে...