রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের মানুষের জন্য বিতরণ ও বিক্রির চাল সংগ্রহ করে খেতে পারছে না ভুক্তভোগীরা। খাওয়ার অনুপযোগী এসব চাল বিভিন্ন সরকারি গুদাম থেকে সরবরাহ করছে খাদ্য বিভাগ। ইতোমধ্যে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও কুড়িগ্রামের রৌমারীতে পচা চাল বিতরণের অভিযোগ এসেছে। এতে ক্ষুব্ধ তালিকাভুক্ত উপকারভোগীরা। তাদের প্রশ্ন সরকারি খাদ্যগুদামে এত পচা চাল ঢুকল কীভাবে। পচা চাল মজুত ও সরবরাহকারীদের শনাক্তে খাদ্য বিভাগের উদ্যোগে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ১০টির বেশি তদন্ত কমিটি করা হলেও কমিটিগুলো মূল হোতাদের চিহ্নিত করার কাজটি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে খাওয়ার অনুপযোগী অতি নিম্নমানের পচা চাল জব্দ করে গুদাম সিলগালা ও বিতরণ বন্ধ করা হলেও এসব চাল সরবরাহ ও মজুতের সঙ্গে জড়িতদের শনাক্তে গড়িমসির অভিযোগ উঠেছে খোদ খাদ্য...