এবারের এশিয়া কাপে সবচেয়ে আকর্ষক লড়াই দেখা গেল টুর্নামেন্টের সবচেয়ে অর্থহীন ম্যাচে। গত পরশু রাতে দুবাইয়ে ৪০৪ রানের স্নায়ুক্ষয়ী ম্যাচে ‘টাই’ রোমাঞ্চের পর সুপার ওভারে ভারতের কাছে হার মানে সুপার ফোর থেকে সবার আগে বিদায় নেওয়া শ্রীলংকা। সেই দুবাইয়েই আজ এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে চিরবৈরী দুই প্রতিবেশীর ফাইনাল এটাই প্রথম। ক্রিকেট রোমান্টিকদের প্রত্যাশা তাই সুপার ফোরের শেষ ম্যাচের মতো আরেকটি জিভে জল আনা লড়াইয়ের। সমস্যা হলো, ভারত-শ্রীলংকা নিয়মরক্ষার ম্যাচে প্রত্যাশার কোনো চাপ ছিল না। দুদলই খেলেছে নির্ভার হয়ে উপভোগের ক্রিকেট। কিন্তু আজকের ফাইনাল হতে যাচ্ছে মহাচাপের এক ম্যাচ। ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণের চেয়ে নখ কামড়ানো স্নায়ুক্ষয়ী ম্যাচ আর দ্বিতীয়টি নেই। মাঠের লড়াই চরম একপেশে হয়ে যাওয়ায় মাঠের বাইরের বিতর্কই ইদানীং ক্রিকেটের এল...