শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আলোচিত চিকিৎসক ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সহ-সভাপতি সাবরিনা। তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বাধা দেন ছাত্রদল নেতাকর্মীরা। জিসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান জিসাস নেতারা। সেখানে ছাত্রদলের তোপের মুখে পড়েন ডা. সাবরিনা। এসময় সেখানে বিএনপির সাংস্কৃতিক সম্পাদক রেজাউদ্দোলা চৌধুরী, জিসাস সভাপতি মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আগে সাবরিনা ফুল নিয়ে সমাধি প্রাঙ্গণে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নেতৃত্বে তারা ‘আওয়ামী দোসর’ ও ‘করোনা টিকা কেলেঙ্কারি’ ইস্যুতে স্লোগান...