দোর্দণ্ড প্রতাপ নিয়ে মৌসুমে শুরু করে যেন উড়ছিল লিভারপুল; কিন্তু হঠাৎ তাদেরকে ক্রিস্টাল প্যালেসের মত দলের সামনে হোঁচট খেতে হবে, তা হয়তো কল্পনাও করেনি। তাদের দুর্দান্ত জয়যাত্রায় হঠাৎই ব্রেক টেনে দিল ক্রিস্টাল প্যালেস। এডি এনকেতিয়ার ইনজুরি টাইমের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ নিল আরনে স্লটের শিষ্যরা। তবে এমন একটি হার যেন অপেক্ষায় ছিল লিভারপুলের। কারণ চলতি মৌসুমে লিভারপুলের বিশেষত্বই হয়ে দাঁড়িয়েছিল, ম্যাচের শেষ দিকে গোল করে জয় তুলে নেওয়া— আগের ছয় জয়ের চারটিতেই এসেছিল ৮৩ মিনিটের পর। তবে এবার তাদের বিপক্ষে এই নাটক ঘটাল প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় প্যালেস। ১০ মিনিটে টাইরিক মিচেল ও ইয়েরেমি পিনোর দারুণ আক্রমণ থেকে কর্নার আদায় হয়। দাইচি কামাদার নেয়া কর্নার শট থেকে ভেসে আসা বল ভুল করে...