৪০০ টাকার একটি কোদালের দাম সাড়ে ৭ হাজার টাকা! অবিশ্বাস্য হলেও কক্সবাজারের পেকুয়ায় হতদরিদ্র শ্রমিকদের জন্য সরকারের বিশেষ কর্মসূচি ইজিপিপি নন-ওয়েজের বরাদ্দে এ ঘটনা ঘটেছে। ২ লাখ টাকার কোদাল-ঝুড়ি কিনে বরাদ্দের প্রায় সব টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ প্রমাণ হিসাবে কাগজপত্র উপস্থাপন করা হলেও উলটো লুটপাটের পক্ষে যুক্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হোসেন চৌধুরী। সংশ্লিষ্ট সূত্র জানায়, পেকুয়ায় ইজিপিপি নন-ওয়েজের প্রায় ১৭ লাখ টাকা বরাদ্দ থেকে শ্রমিকদের জন্য দুই লাখ টাকার ঝুড়ি ও কোদাল কিনে বাকি ১৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে ইউএনও মো. মঈনুল হোসেন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের বিরুদ্ধে। তাদের দুজনের নেতৃত্বে পিআইও অফিসকেন্দ্রিক একটি সিন্ডিকেট তৈরি করে সরকারি বরাদ্দ লুটপাটের মহোৎসবে মেতেছেন। শুধু তাই নয়, ইউএনও মঈনুলের বিরুদ্ধে সরকারি...