দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি ঘটনা দেখলেই যেন আমরা প্রতিক্রিয়া না দেখাই। সেটা সঠিক কি-না যাচাই করতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, কারও একটি ছোট ভুলের কারণে যাতে পূজামণ্ডপে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে সবাই মণ্ডপে পূজা উদযাপন করবেন। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের কোনো অভিলাস বা পছন্দ নাই। আমরা নিরপেক্ষভাবে কাজ করে আগামীতে একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের...