ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু ইবাদতের স্থান নয়, সমাজে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ নাগরিক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসজিদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পাটানটুলী বংশাল পাড়া বায়তুল গোফরান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সমাজ থেকে অস্থিরতা ও অবক্ষয় দূর করতে এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মসজিদ হলো সেই মূল্যবোধ ও আদর্শের প্রধান কেন্দ্র। শাহাদাত হোসেন বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি আমাদের সামাজিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এখানে মানুষ একত্রিত হয়ে শুধু নামাজ আদায় করে না, বরং...