কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি নতুন দুটি উপজেলাও হচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উত্থাপন করা হবে। ৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ সংক্রান্ত একটি সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে অনুমোদনের জন্য পাঠিয়েছেন। এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনও এ দুটি নতুন বিভাগ করার অনুরূপ প্রস্তাব দিয়েছিল। খবর সংশ্লিষ্ট সূত্রের। ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের জনসংখ্যা হবে ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৫৪৪ জন এবং আয়তন হবে...