রেলওয়ে পূর্বাঞ্চলে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও ভুয়া ইস্যু দেখিয়ে অর্থ আত্মসাৎ যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন সময় জাল-জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে সরকারি অর্থ। বিল-ভাউচার ছাড়া অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপরও সংস্থাটিতে চলছে অর্থ আত্মসাতের হরিলুট। অন্যদিকে নিয়মানুযায়ী প্রতিবছর সরঞ্জামের মজুত ও ইস্যু ভেরিফিকেশন করার কথা থাকলেও তা করছেন না গুদাম রক্ষকরা। ফলে চাহিদার চেয়ে কম সরবরাহ করে রেলওয়েতে ব্যবহারের বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও সরঞ্জাম মজুত করে রাখছেন তারা। পরবর্তীতে ঠিকাদারের কাছে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাও জড়িত রয়েছেন। এসব ঘটনার তদন্ত চলছে বছরের পর বছর ধরে। জড়িতরা চিহ্নিত হলেও রয়েছেন বহাল তবিয়তে। ভুয়া ইস্যু দেখিয়ে পণ্য, যন্ত্রপাতি মজুত : রেলওয়ে পূর্বাঞ্চলে বিভিন্ন গুদামের দায়িত্বে...