ভাটি বাংলার বাউলসাধক ফকির দুর্বিন শাহ। তিনি কেবল একজন গীতিকারই নন, ছিলেন মালজোড়া গানের জনক, সুফি সাধক, দার্শনিক ও মানুষের নৈতিক জাগরণের পথপ্রদর্শক। প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও প্রজ্ঞায় তিনি ছিলেন অসাধারণ। তার গানে যেমন ভাটি অঞ্চলের মানুষের প্রেম-বিরহ, জনজীবন ও সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি প্রতিধ্বনিত হয়েছে মানবতা, অসাম্প্রদায়িক চিন্তা ও আল্লাহ প্রেম। ভক্তদের কাছে তিনি ‘ভাটি বাংলার আত্মা’। প্রায় এক হাজার গান রচনা করা এই মরমি সাধকের সুর মুক্তিযুদ্ধকালে মুক্তিকামী জনতাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আন্তর্জাতিকভাবে সম্মানিত হলেও তিনি আজও পাননি কোনো বড় রাষ্ট্রীয় স্বীকৃতি। ফকির দুর্বিন শাহ ১৯২১ সালের ২ নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। বাবা সুফি সাধক সফাত আলী শাহ ও মা হাসিনা বানুর ধর্মীয়-আধ্যাত্মিক পরিবেশ তাকে কৈশোর থেকেই গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা মাত্র...