জয়া আহসান, আজমেরী হক বাঁধন ও তাসনিয়া ফারিণদের মতো দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবার টলিউডের সিনেমায় অভিষেক ঘটল দেশীয় মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চলতি সপ্তাহে (গত শুক্রবার) মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমাটি। এবারের পূজায় ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ টু’ কিংবা ‘দেবী চৌধুরানী’র মতো একগুচ্ছ সিনেমার ভিড়ে অনেকটা নীরবেই মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত চলচ্চিত্রটি। প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় বলে কথা। এ কারণে সিনেমার প্রচারণার জন্য গত এক সপ্তাহ ধরেই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন নওশাবা। এতে নওশাবা অভিনয় করেছেন বাংলাদেশি এক মেয়ের চরিত্রে, যে নিজের শেকড়ের খোঁজে কলকাতায় আসে। তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসুল হাসান। প্রথম টলিউড সিনেমা মুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নওশাবা।...