বই হচ্ছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত ভা-ার। দার্শনিক রেনে দেকার্তে বলেছেন, ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা। তার এই উক্তি বই পড়ার গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। আজকের ডিজিটাল যুগেও বই পড়ার গুরুত্ব এতটুকু কমেনি, বরং বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নিয়মিত বই পড়ার অভ্যাস আমাদের জীবনে অসংখ্য ইতিবাচক প্রভাব ফেলে। বই পড়ার রয়েছে নানা উপকার। প্রথমত, বই পড়া আমাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করে। যখন আমরা বই পড়ি, তখন আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে এবং বিভিন্ন নিউরাল কানেকশন তৈরি হয়। নিউরোলজিস্ট ডাক্তার সুজান গ্রিনফিল্ডের গবেষণা অনুযায়ী, বই পড়ার ফলে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল একসঙ্গে কাজ করে যা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে স্মৃতিশক্তি বাড়ে, চিন্তাভাবনার গভীরতা বৃদ্ধি পায় এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায়।...