আসামি সম্রাটের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে : পুলিশ * অবৈধ সম্পদ, অস্ত্র মাদকের মামলায় ঝুলছে ওয়ারেন্ট জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকে দেশের বাইরে পলাতক অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। যা আদালত অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে সিঙ্গাপুর-মালয়েশিয়ায় শতকোটি টাকা পাচার (মানি লন্ডারিং) অবৈধ সম্পদ, অস্ত্র ও মাদকের মামলার পাশাপাশি জুলাই গণহত্যার অভিযোগে একাধিক মামলাও রয়েছে। তার বিরুদ্ধে মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম ঝুলছে বছরের পর বছর। রয়েছে গ্রেফতারি পরোয়ানাও। এমন একজন আসামি কীভাবে আইনজীবীর মাধ্যমে দীর্ঘ সময় ধরে আদালতে হাজিরা দিচ্ছেন-তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার পক্ষের আইনজীবীরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার হাসান রাশেদ পরাগ জানান, আসামি সম্রাটের বিরুদ্ধে একাধিক...