সুনির্দিষ্ট একটি নয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে সরকারের কাছে একাধিক সুপারিশ যাবে। এসবের মধ্যে থাকবে সংবিধান আদেশ জারি, নির্বাচনের দিনে গণভোট এবং সুপ্রিমকোর্টের মতামত গ্রহণ অন্যতম। শুক্রবার রাতে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের বিষয় ছিল, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের কার্যকর উপায় ও পদ্ধতি চূড়ান্ত করা। এ বৈঠকে অংশ নেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। অংশগ্রহণকারীদের একজন বৈঠক শেষে যুগান্তরকে বলেন, ‘এই আলোচনার মূল লক্ষ্য ছিল কীভাবে জুলাই সনদ কার্যকর ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়ন করা...