জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন (মারণাস্ত্র) ব্যবহারের নির্দেশনা এসেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনে ১ হাজার ৪শর বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়। প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহত হন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এসব গণহত্যা সংঘটিত হয়। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য বা জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। আজ (রোববার) মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার...