ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ব্যালট পেপার নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানোর অভিযোগ উঠেছে। এরপর ডাকসু নির্বাচন নিয়ে বেশ তোলপাড় চলছে। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন এক ডজন শিক্ষার্থী, তাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা ধরনের বিতর্কও অব্যাহত আছে। বিদ্যমান পরিস্থিতিতে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করতে বলেছে অধিকাংশ প্রার্থী। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। আর এ ঘটনার তদন্ত শুরু করেছে ডাকসু নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছে-৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত...