নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, আধুনিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে, নারীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অংশগ্রহণে নারীদের দৃশ্যমান অগ্রগতিও হয়েছে। তবে এই অগ্রগতির পাশাপাশি এখনো অসংখ্য সামাজিক প্রতিবন্ধকতা পথ আটকে রেখেছে। এই প্রতিবন্ধকতাগুলো কেবল ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং তা সমাজের গভীরে শিকড় গেড়েছে যা নারীর সামগ্রিক অগ্রগতিকে ব্যাহত করছে। বাংলাদেশের সমাজের মূল ভিত্তি এখনো পিতৃতান্ত্রিক। এই পিতৃতান্ত্রিক মানসিকতা থেকেই একটি কন্যাশিশু তার অধিকার থেকে বঞ্চিত হয়। কন্যাসন্তানের জন্ম এখনো অনেক পরিবারে বিষাদের কারণ। ফলস্বরূপ তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। এই বৈষম্য কেবল পরিবারে সীমাবদ্ধ নয় শিক্ষা, কর্মক্ষেত্র এবং রাজনৈতিক...