বর্তমান বিশ্বে তথ্যপ্রবাহ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা। প্রতিটি মানুষকে তাদের নাগরিক অধিকার হিসেবে তথ্যের অধিকার, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানা থাকা আবশ্যক। কারণ তথ্যের প্রাপ্যতা ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। ইসলামের আলোকে বিষয়টি আরও গভীর তাৎপর্য বহন করে। কোরআনে মহান আল্লাহ বারবার বলেছেন, মানুষকে জ্ঞানার্জন করতে হবে, সত্য জানতে হবে এবং মিথ্যা থেকে বিরত থাকতে হবে। প্রথম ওহি ‘ইকরা’ মানুষকে পড়া ও জানার শিক্ষা দিয়েছে। জ্ঞান ও তথ্য ইসলামি সভ্যতার প্রাণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্ঞানকে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে, তিনি বলেছেন, জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। তথ্যের অধিকার মানে হচ্ছে, মানুষ তার জীবন ও সমাজ সম্পর্কিত বাস্তবতা সম্পর্কে অবহিত হবে, সঠিক ও ভুলের পার্থক্য নির্ণয় করতে পারবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে...