দুঃখজনকভাবে, ওই ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখাকে জড়িয়ে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে শফিক আরমান (যিনি নিজেকে ‘জিয়া সাইবার ফোর্সের মহাসচিব’ পরিচয় দেন) অভিযুক্ত শিক্ষার্থীকে শিবির নেতা আখ্যায়িত করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবিরের কোনো নেতা বা কর্মী নন এবং তার ছাত্রশিবিরের সঙ্গে দূরতম কোনো সম্পর্কও নেই।রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের ৩ প্রতিশ্রুতিবিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। নিজেদের অপকর্ম ঢাকতে তারা দীর্ঘদিন ধরে অন্যের ঘাড়ে দায় চাপানোর কৌশল অবলম্বন করছে। দলীয় অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পোস্টেড নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।...