দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পায়রা ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, কালচারাল র্যালি, কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিইউটিএসের সভাপতি অমিদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট সোসাইটির উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ।এসময় অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ বলেন, ‘পর্যটন একদিকে যেমন অর্থনীতির চাকা ঘুরিয়ে দেয়, তেমনি অন্যদিকে এটি আমাদের সংস্কৃতি, প্রকৃতি ও ইতিহাসকে সংরক্ষণেরও সুযোগ তৈরি করে। তরুণদের মধ্যে পরিবেশবান্ধব ভ্রমণ ও দায়িত্বশীল পর্যটনের চেতনা গড়ে তোলাই আজকের দিনের মূল লক্ষ্য হওয়া...