‘তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনের অধীন শেরেবাংলা নগর থানাধীন ৯৯ নং ওয়ার্ডের তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজারে এই মতবিনিময় করেন তিনি।আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে প্রথম ভোট ধানের শীষে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। বিএনপি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও কামাল সরকার শাহীন, ৯৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম দেওয়ান রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা।তরুণ ভোটাররা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন-সংগ্রামে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত...