২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ এএম রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জমকালো বক্সিং ইভেন্ট 'রাইজ অব ওয়ারিয়রস'।এই বক্সিংয়ে দেশের তরুণ তুর্কি রাকিব হোসেন ও ইমন তঞ্চঙ্গ্যা বক্সিং রিংয়ে ফের নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। রাজধানীর উত্তরায় প্রতিভাবান বক্সারদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠান 'এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট' এবং 'এরেনা প্রমোশান'। এতে মোট ছয়টি জমজমাট বাউট অনুষ্ঠিত হয়।এর মধ্যে একটি আমেচার ও পাঁচটি প্রো বাউট ছিল। আমেচার ফাইটে ঢাকার মেহেদী হাসানকে হারিয়ে জয় পেয়েছেন রাজশাহীর পজম কুমার।প্রো বাউটে নিজেদের প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়েই জিতেছেন রাকিব হোসেন ও ইমন তঞ্চঙ্গ্যা।অন্য তিন ম্যাচে জয়ীরা হলেন শাওন ইমরোজ,হোসেন ও আব্দুল হামিদ নূর। তরুণদের বক্সিং দেখতে টিকেও বক্সিং একাডেমীতে এসেছিলেন অনেক দর্শক।শেষ বাউট পর্যন্ত পূর্ণ ছিল...