‘জিম’ কেবলই একটি জায়গা নয়, এটি মানবসভ্যতার সেই দীর্ঘ বিবর্তনের ফসল, যেখানে শারীরিক শক্তি, সুস্বাস্থ্য এবং মানসিক শৃঙ্খলা সবকিছুই এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব ব্যস্ত শহুরে জীবনের ক্লান্তি শেষে অফিস-কলেজ পেরিয়ে যে জনস্রোত ফিটনেস সেন্টার বা শরীরচর্চা কেন্দ্রে এসে ভিড় করে, এটি আমাদের আধুনিক সমাজের দৈনন্দিনের চিত্র। এই ঘটনা প্রমাণ করে যে মানুষ এখন শরীর ও মানসিক সুস্থতাকে নতুনভাবে গুরুত্ব দিচ্ছে। তবে শরীরচর্চা বা জিম সংস্কৃতির শেকড় মোটেও নতুন নয়; হাজার বছর ধরে মানুষ বিভিন্ন প্রয়োজনে শরীরচর্চা করে আসছে সেই আদিম যুগে শক্তি অর্জন ও টিকে থাকার লড়াই থেকে শুরু করে প্রাচীন গ্রিসে যুদ্ধের প্রস্তুতি, খেলাধুলা কিংবা কেবল সৌন্দর্যবর্ধন পর্যন্ত। আধুনিক ‘জিম’ কেবল একটি জায়গা নয়, এটি মানবসভ্যতার সেই দীর্ঘ বিবর্তনের ফসল, যেখানে শারীরিক...