গাজায় ইসরায়েলের হামলায় হাজারো মানুষের প্রাণহানি ও অবরোধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তার পক্ষেও বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রাবো সুবিয়ান্তো বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সরব হতে হবে। পাশাপাশি আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে। তাহলেই আমরা সত্যিকারের শান্তি অর্জন করতে পারব।”তিনি আরও বলেন, “শান্তির একমাত্র সমাধান হলো ইব্রাহিমের বংশধর—আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলন ঘটানো। মানব পরিবার হিসেবে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে।”বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার এই অবস্থান অনেককে বিস্মিত করেছে। বিশেষত যখন গাজায় চলমান সংঘাতে হাজারো ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন, তখন ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও...