ইরানের উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু কর্মসূচিতে লাগাম টানার উদ্দেশ্যে এক দশক আগে; তেহরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৫ সালের জুলাই মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তির অধীনে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ফলে ইরানের বিশ্ব বাণিজ্য গতি পায় এবং এর ইতিবাচক প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা বেড়েছে। যার প্রেক্ষিতে ইরান দেশটিতে আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে। আর এসব ঘটনায় উদ্বেগ থেকে ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব দেয় ই-থ্রি (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি)। এবার সেই নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে যাচ্ছে জাতিসংঘ। ‘জয়েন্ট...