কাঠমান্ডু, পোখারা, ঝাপা থেকে শুরু করে হিমালয়ের চূড়া মাউন্ট এভারেস্ট আর অন্নপূর্ণা—সবখানে আজ একটাই নাম ধ্বনিত হচ্ছে, নেপাল! ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ফুল মেম্বার জাতিকে হারাল নেপাল, সেটিও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। ভারতে সামনে টেস্ট সিরিজ থাকায় পূর্ণ শক্তির দল যদিও এই সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা নতুন চেহেরার দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তাদের চার জনের। এতে অবশ্য নেপালের অর্জন কমছে না একটুও। ঐতিহাসিক এই জয় পেল তারা বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লর হাত ধরে। শারজায় নিজেরা ১৪৮ রান তুলে টি-টোয়েন্টির অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা চাপে রেখেছিল নেপালের বোলাররা শুরু থেকেই। পাওয়ারপ্লেতে মাত্র ৪০ রান তুলতে পারে ক্যারিবীয়রা, তাও আবার ২ উইকেট হারিয়ে। এরপর একে একে সবাই যেন নেপালি...