বড় দলগুলোর কেন্দ্রীয় নেতারা দেশের বাইরে গেলেই ছুটে আসেন বিদেশ শাখার নেতাকর্মীরা। ক্ষমতাসীন বা বিরোধী দল বা জোটে থাকা শীর্ষ নেতাদের যেমন স্বাগত জানাতে দেখা যায়, তেমনই বিক্ষোভের চিত্রও থাকে। সবশেষ যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিউ ইয়র্কে পৌঁছালে এমন দৃশ্য দেখা গেছে। বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অথচ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত দলের দেশের বাইরে শাখা, কমিটি পরিচালনার সুযোগই নেই। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালুর হলেও প্রবাসী শাখা পরিচালনার বিষয়টি তদারকির কোনো উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম বলছেন, “আরপিও-তে ২০০৮ সালে বিধানটি যুক্ত করার পর থেকে এর কোনো বাস্তবায়ন নেই। বিদেশ শাখা রয়েছে কি না- মনিটরিংয়ের...