জাপানে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও মনজু ভাই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। প্রদর্শনী–পরবর্তী আলোচনা থেকে আলাপের সূত্রপাত। এ সময় দুজনের অনেক অভিন্ন বন্ধুর সন্ধান মেলে, দর্শনের ক্ষেত্রেও পাওয়া যায় সাদৃশ্য। আলাপের মধ্যেই জানলাম, আমরা দুজনেই দুটি ভিন্ন সময়ে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম, বাংলাদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে যে সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। এ পরিচয় আরও পোক্ত হয় ষাটের দশকের ঘটনাবলি নিয়ে ইংরেজি ভাষায় লেখা মনজু ভাইয়ের একটি আত্মজীবনীমূলক বইয়ের অনবদ্য পাণ্ডুলিপি পাঠ করে। বহু বছর পর পাণ্ডুলিপিটি বছর দুয়েক আগে ‘স্টোরি অব মাই টাইম’ শিরোনামে বই আকারে প্রকাশিত হয়েছে কসমস ফাউন্ডেশনের উদ্যোগে। প্রথম দিকে আমাদের সাক্ষাতের নিয়মিত স্থান ছিল জাপানের অন্যতম সম্মানজনক একটি প্রতিষ্ঠান ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপান’ বা ‘এফসিসিজে’র টোকিওর কার্যালয়। সারা বিশ্বের বিখ্যাত সব সংবাদ...