বাংলাদেশে 'প্রথমবারের মত' ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএল। শনিবার রাতে এক ফেইসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। টেলিযোগাযোগ খাতে 'ট্রিপল প্লে' ও 'কোয়াড প্লে' বিপণনের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। ট্রিপল প্লে বলতে বোঝায় আনলিমিটেড ভিডিও, ভয়েস ও হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। কোয়াড প্লেতে এর সঙ্গে যুক্ত হয় তারবিহীন বা ওয়্যারলেস পরিষেবা। তৈয়্যব লিখেছেন, "বিটিসিএল এমভিএনও, মোবাইল সিম এবং বিটিসিএল আলাপ আইপিফোন ভয়েস কলিং- এই দুইয়ের মাধ্যমে দেওয়া হবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস। "বিটিসিএল জীপন, বিটিসিএল আইএসপি সংযোগ- এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা।" ভিডিও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কী করা হবে তাও তিনি তুলে ধরেছেন। বলেছেন, "অপশনাল ওটিটি, বঙ্গ বা চরকি বা হইচই (প্লাটফর্ম) এর মাধ্যমে...