জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। পিজি হাসপাতাল দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সব চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা...