প্রায় ৭৫ বছর পর মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল দিল আতলেতিকো মাদ্রিদ। লা লিগার উত্তাল এ ম্যাচে একবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫–২ ব্যবধানে জয় তুলে নিয়েছে দিয়েগো সিমিওনের দল।এর আগে সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে রিয়ালের বিপক্ষে ৬–৩ গোলের জয় পেয়েছিল তারা। এই হারে মৌসুমের প্রথম পরাজয় দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা ছয় ম্যাচে জয় এবং চ্যাম্পিয়নস লিগে মার্শেইর বিপক্ষে জয়ের পরই এ হোঁচট খেল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় রিয়ালের সর্বশেষ এত গোল হজম করার ঘটনা ঘটেছিল ২০১৮ সালে, বার্সেলোনার কাছে ৫–১ গোলের হারের দিনে। ম্যাচের শুরুতে আতলেতিকো এগিয়ে যায় রবিন লে নরমঁর হেডে, থিবো কুর্তোয়ার হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। তবে কিলিয়ান এমবাপে আর আর্দা গুলের দারুণ দুই গোল রিয়ালকে এগিয়ে দেয় ২–১ এ।...