২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম থ্যালাসেমিয়া কী? থ্যালাসেমিয়া হলো একটি জিনগত বা বংশগত রক্তের রোগ, যেখানে শরীর পর্যাপ্ত সুস্থ হিমোগ্লেবিন তৈরি করতে পারে না। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার মূল উপাদান, যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। যখন হিমোগ্লোবিনে ত্রুটি ঘটে, তখন শরীর জ্বালানি হারায়, রোগী চরম রক্তস্বল্পতায় ভুগতে থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, যদি বাবা-মা দুজনই থ্যালাসেমিয়ার বাহক হন, তবে সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা দাঁড়ায় ২৫ শতাংশে। অর্থাৎ প্রতি চারটি সন্তানের মধ্যে একটি গুরুতর থ্যালাসেমিয়া রোগী হতে পারে।থ্যালাসেমিয়া প্রধানত দুই ধরনের হয়: আলফা থ্যালাসেমিয়া (মেজর ও মাইনর) এবং বিটা থ্যালাসেমিয়া (মেজর ও মাইনর)। সাধারণভাবে আলফা থ্যালাসেমিয়ার উপসর্গ মৃদু বা মাঝারি ধরনের হয়ে থাকে, যেখানে বিটা থ্যালাসেমিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে এক-দুই বছরের...