২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় অনুপস্থিত ছিল বাংলাদেশ প্রতিনিধিদল। প্রতিনিধিদলের একজন সদস্য জানিয়েছেন, নেতানিয়াহুর ভাষণের সময় তারা ওই ভবনে থাকলেও সভাকক্ষে ছিলেন না। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্রকে পশ্চিমা বিভিন্ন দেশের স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি। নেতানিয়াহু যখন বক্তব্য দিতে মঞ্চে ওঠেন, তখন অনেক দেশের কূটনীতিক ও কর্মকর্তা অধিবেশন কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন। এতে সম্মেলন কক্ষের বড় একটি অংশ ফাঁকা হয়ে যায়। এ সময় হলের বাইরে টাইমস স্কয়ারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা জড়ো হন। ঘটনাটি ছিল নজিরবিহীন কূটনৈতিক প্রতিবাদ। দেখা গেছে, জেনারেল অ্যাসেম্বলি হলে উপস্থিত প্রতিনিধিদের একটি বিশাল অংশ, নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন ওয়াকআউট করেন। ওয়াকআউটে...