২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পানির রং কালচে, পানিতে নেই অক্সিজেন। দূষণের মাত্রাও খুব বেশি যে, নদীটির পাশ দিয়ে হেঁটে গেলেই দুর্গন্ধ এসে নাকে ঠেকে। আবার ভরাট আর দখলেও প্রায় প্রবাহশূন্য। ফলে শুধু বর্ষা ও শরৎ ছাড়া বাকি চার ঋতুতেই বেড়ে যায় তাপমাত্রাÑ এ অবস্থা ঢাকার প্রাণখ্যাত বুড়িগঙ্গা নদীটির। যে নদী ঘিরেই প্রায় চারশ’ বছর আগে গোড়াপত্তন হয়েছিল রাজধানী ঢাকার। কিন্তু সময়ের স্রোতে বুড়িগঙ্গা হারিয়েছে গতিপথ, প্রবাহ। দখল-দূষণে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে এই নদীকে। খোদ নদী রক্ষা কমিশনই বলছে, বুড়িগঙ্গায় এখন জীববৈচিত্র্য ও প্রাণবৈচিত্র্যের যে অবস্থা, তাতে এটিকে কোনোভাবেই নদী বলা যাবে না। এটি একেবারে মৃতপ্রায়। দখল আর দূষণ রোধ করতে না পারলে বুড়িগঙ্গা বিলুপ্ত হবে শিগগরিই। এমন শঙ্কা জাতীয় নদী রক্ষা...