এ কোন ম্যানচেস্টার ইউনাইটেড? এতটা বাজে ম্যানইউকে কখনো কী কেউ দেখেছে? একের পর এক হারতে হারতে পুরোপুরি তলানিতে যাওয়ার মতো অবস্থা। ব্রেন্টফোর্ডের মতো দলের কাছে ৩ গোল হজম করতে হলো রেড ডেভিলসদের। শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-১ গোলে হেরে আসলো রুবেন আমোরিমের দল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড। প্রথম ২০ মিনিটেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর থিয়াগো দুটি গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন। যদিও কিছুক্ষণ পরেই বেনইয়ামিন সেশকো গোল শোধ দেন, কিন্তু সেটাই হয়ে ওঠে অতিথিদের একমাত্র সান্ত্বনা। দ্বিতীয়ার্ধে ম্যানইউর সবচেয়ে বড় সুযোগ আসে ৭৬তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে পরিণত হতে পারত, তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর কাওইমহিন কেলেহের দুর্দান্ত সেভ করে দেন। ম্যাচের শেষ মুহূর্তে মাথিয়াস জেনসেনের দুর্দান্ত শটে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। ফলে ৩-১ গোলে...