মানুষের হৃদয়ই তার জীবনের মূল চালিকাশক্তি। হৃদয় যখন নরম ও কোমল থাকে, তখন মানুষ সহজেই সত্যের পথে অগ্রসর হতে পারে। কিন্তু যখন হৃদয় কঠোর হয়ে যায়, তখন মানুষ পাপাচারে জড়িয়ে পড়ে, অন্যের কষ্টে তার মন ব্যথিত হয় না। তাই অন্তরের কোমলতা রক্ষা করার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অন্তর কোমল হওয়ার কয়েকটি আমল উল্লেখ করা হলো। জিকির করা : বেশি বেশি মহান আল্লাহর জিকির মানুষের অন্তরের কঠোরতা দূর করে তাতে কোমলতা সৃষ্টি করে। মহান আল্লাহ বলেন, ‘যারা মোমিন তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণ অন্তরগুলোকে প্রশান্ত করে।’ (সুরা রাদ ২৮) কান্না করা : মহান আল্লাহর দরবারে কান্না করলে অন্তরের কঠোরতা থেকে মুক্তি পাওয়া যায়। হজরত রাসুল (সা.) অন্তরের কঠোরতা থেকে আল্লাহর দরবারে মুক্তি চাইতেন। তিনি দোয়া...