বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির একজন রাজনীতিক নিজের মেয়র পদমর্যাদার অপব্যবহার করে বাংলাদেশ থেকে ৪১ জন আত্মীয় ও বন্ধুকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা করেছেন বলে টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, সেসব ব্যক্তির ভিসা পাইয়ে দেওয়ার চেষ্টায় লেবার পার্টির নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে নিজের ক্রেস্ট ও লোগোযুক্ত চিঠি পাঠিয়েছেন। ‘আসল’ ও ‘জাল’– দুই ধরনের চিঠিই পাঠিয়েছেন তিনি। ভিসার আবেদনগুলো যেন ‘ইতিবাচকভাবে’ দেখা হয়, চিঠিতে সেই আর্জিও জানান উত্তর লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র আমিরুল। টেলিগ্রাফ বলছে, চিঠিগুলো তারা দেখেছে, যেখানে তিনি দূতাবাসের কর্মীদের অনুরোধ করেছিলেন, যেন তার ‘প্রিয় বন্ধু’ ও ‘পরিবারের সদস্যদের জন্য’ ভিসা আবেদন প্রক্রিয়াটি নিশ্চিত করা হয়। উত্তর লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র হিসেবে নিজের শপথ অনুষ্ঠানে যেন এসব ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন, সে...