২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পর্যটন রাজধানী কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে গতকাল শহরের লাবণী পয়েন্ট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নানের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, স্কুল শিক্ষার্থী এবং হাজারো সাধারণ মানুষ। পরে নিজেদের ব্যানারে অংশ নেয় হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতি, কক্সবাজার সার্ফিং কমিউনিটিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, পর্যটনের সাথে এ জেলার প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। তাই আমরা সবাইকে সাথে নিয়েই আজকের দিনটি উদযাপন করছি। কক্সবাজারের পর্যটন খাতকে আরো টেকসই ও পরিবেশবান্ধব করতে আমাদের কার্যক্রম চলমান থাকবে। পর্যটন দিবস...