২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গত ২৫ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘বৈষম্যবিরোধী উপদেষ্টার জেলাপ্রীতি মন্ত্রীপরিষদ সাচিবও একই পথে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রীপরিষদ সচিব আবদুর রশীদের নিজ নিজ এলাকায় সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে এলাকাপ্রীতি দেখিয়ে কীভাবে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। তাদের এলাকায় নেয়া এই বিশেষ প্রকল্পকে দেশের অন্যান্য জেলার তুলনায় ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। সংবাদ থেকে জানা যায়, উপদেষ্টার এলাকায় সড়ক ও গ্রামীণ উন্নয়নে এলজিইডি ২ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে। অন্যদিকে, মন্ত্রীপরিষদ সচিব শেখ আবদুর রশীদ নিজে প্রভাব খাটিয়ে তার জেলা সাতক্ষীরায় একই ধরনের...