২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পটুয়াখালীর মহিপুর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে আবারো ধরা পড়েছে ‘ব্লাক ডায়মন্ড’ বা ‘কালো পোয়া’ নামে একটি বিরল সামুদ্রিক মাছ। গতকাল শনিবার সকালে মাছটি মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরের মেসার্স জাবের ফিসে নিয়ে আসলে খোলা বাজারে ওপেন ডাকের মাধ্যমে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে। ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি প্রায় ১৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ প্রজাতির মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তাই এ মাছটি দেখার জন্য আড়তে শত শত মানুষ ভিড় করে।স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলা হলে ডাকের মাধ্যমে ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি,এম মুসা কিনে নেয়। এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের আরো একটি কালো পোয়া ৭২...